logo
logo

যুক্তরাজ্যে পুলিশের হাতে গ্রেফতার ১০০

অনলাইন রিপোর্ট

বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপকে সমর্থন করার দায়ে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ১০০ জনের বেশি গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্রিটিশ রাজধানীতে নিষিদ্ধ গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি বিক্ষোভ থেকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ আইনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ফিলিস্তিনিপন্থী গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে টানা তৃতীয় শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং অংশগ্রহণকারী ৫৫ জনকে গ্রেফতার করে। পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন করা অপরাধ। তাই তারা আইনের প্রয়োগ করেছেন।

মূলত এ দিনও আগের সপ্তাহগুলোর দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীদের ধরে নিয়ে যায় পুলিশ।

গত শনিবার নিষিদ্ধ গ্রুপকে সমর্থন করার জন্য পুলিশ দেশের বিভিন্য জায়গা থেকে ৭০ জনকে গ্রেফতার করেছিল।

undefined/news/uk/1f0650ff-ecc4-64c0-b029-863d27d8e779


logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.