logo

বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী

চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের জড়িত কেউ বিএনপি’র সদস্য হতে পারবে না

চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের জড়িত কেউ বিএনপি’র সদস্য হতে পারবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের স্থান বিএনপিতে হবে না। তিনি বলেন, সমাজের শান্তিপ্রিয়, সুশীল ও সচ্ছল মানুষদের নিয়েই বিএনপির সদস্য গঠন হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ধামরাই পৌর বিএনপির আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তির অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, “শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই বক্তব্য ভাইরাল হয়েছে, এবং সেটি এডিট করা নয়।” তিনি আরও দাবি করেন, বিবিসি কর্তৃক ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হয়েছে—এটি শেখ হাসিনার আসল কণ্ঠ। তার ভাষায়, “এই দেশের ছাত্র-যুবকদের পিটিয়ে গুলি করে মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া একজন নারীর রক্তপিপাসু চরিত্র সম্পর্কে জনগণ এখন অবগত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান স্বপন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ, সদস্য নবায়ন কমিটির সদস্য গোলাম মাওলা শাহীন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার প্রমুখ।

July 2025

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.