logo

এবার ব্রাজিলের বিচারপতির ভিসা বাতিল করল ট্রাম্প

এবার ব্রাজিলের বিচারপতির ভিসা বাতিল করল ট্রাম্প

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার গভীর রাতে ঘোষণা করেছেন যে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার আদালতের মিত্র এবং তাদের নিকট আত্মীয়দের ভিসা বাতিল করা হয়েছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান ‘রাজনৈতিক খোঁজাখুঁজি ও নিপীড়নের’ প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে তার প্রশাসন এমন বিদেশি নাগরিকদের জবাবদিহির আওতায় আনবে, যারা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত মতপ্রকাশের অধিকার দমন করছে।

তিনি আরও লেখেন, ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বোলসোনারোর বিরুদ্ধে যে রাজনৈতিক জাদুবিদ্যার শিকার চালাচ্ছেন, তা এমন এক দমন ও সেন্সরশিপ কাঠামো তৈরি করেছে যা কেবল ব্রাজিলিয়ানদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে না, বরং ব্রাজিলের সীমা ছাড়িয়ে আমেরিকানদেরকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে।

রুবিও বলেন, সেই কারণে আমি মোরায়েস, আদালতের তার সহযোগী বিচারপতি এবং তাদের নিকটাত্মীয়দের ভিসা বাতিলের নির্দেশ দিয়েছি, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

এ ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ব্রাজিলের শীর্ষ আদালত বোলসোনারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও তল্লাশি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশে তাকে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয় এবং পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তার পায়ে নজরদারি ডিভাইস পরিয়ে দেয়।

শুক্রবার আদালতের এক রায়ে বিচারপতি মোরায়েস বোলসোনারোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। তিনি যুক্তি দেন, সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতে পারেন—যা বোলসোনারো অস্বীকার করেছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিলের ওপর চাপ বাড়িয়ে হুমকি দেন, বোলসোনারোর বিচার অব্যাহত থাকলে দক্ষিণ আমেরিকার এই দেশের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

৭০ বছর বয়সি বোলসোনারো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি চরম অপমানিত বোধ করছি, আমি চার বছর দেশের প্রেসিডেন্ট ছিলাম।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের চেষ্টার অভিযোগে বোলসোনারো ও তার কিছু মিত্রকে গত ফেব্রুয়ারিতে অভিযুক্ত করা হয়। তারা দাবি করেন, এ মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে আদালত বোলসোনারোকে ২০৩০ সাল পর্যন্ত যেকোনো নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করে।

এমএন/আওয়াজবিডি

July 2025

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.