২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক

বাংলাদেশি নাগরিকেরা ২১ বছর হলে এখন থেকে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক হতে পারবেন। আগে ২৫ বছরের নিচে কেউ নির্বাচনে পর্যবেক্ষক হতে পারতেন না।
এমন পরিবর্তন এনে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এসব তথ্য জানান।
নতুন নীতিমালা অনুযায়ী, এখন পর্যবেক্ষক হতে হলে ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে পর্যবেক্ষক হওয়া যেত।
নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিনের জন্য (নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন) পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে বলে নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক বলেন, এবার পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কমিশন পর্যবেক্ষক হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছে এবং ন্যূনতম বয়স কমিয়েছে।
July 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]