logo
logo

আমার বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের পাসপোর্ট নেই: নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন রিপোর্ট

‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের পাসপোর্ট নেই। আমি আমেরিকায় থেকেছি পরিবারের সাথে কিন্তু সেখানকার কোনো পাসপোর্ট আমার নেই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পরিচয় নেই।’

আজ বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

নিজের জাতীয় পরিচয় তুলে ধরে খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের পাসপোর্ট নেই। আমি আমেরিকায় থেকেছি পরিবারের সাথে কিন্তু সেখানকার কোনো পাসপোর্ট আমার নেই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পরিচয় নেই। আমি একমাত্র বাংলাদেশের নাগরিক। প্লিজ, এটা নিয়ে কেউ যদি কোনো কথা বলতে চান তাহলে সেটির প্রমাণ দিতে হবে।’

খলিলুর রহমান বলেন, ‘আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারেক রহমানকে বলা হবে আপনি বিদেশি নাগরিক।’

undefined/news/national/1f036318-b38d-63a0-ac23-85515cbdf860


logo
প্রধান সম্পাদক ও প্রকাশক : শাহ আহমদ

৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]

Copyright © all Rights Reserved.