আওয়ামী লীগ আমার পরিবারকে টার্গেট করেছে: শফিকুল আলম
অনলাইন রিপোর্ট
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি পোস্ট করার পর আওয়ামী লীগের ট্রল বাহিনী আমার পরিবারকে টার্গেট করেছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
শফিকুল আলম বলেন, বইমেলায় শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনের ছবি পোস্ট করার পর আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে টার্গেট করেছে। আমরা জানি তাদের চরিত্র কেমন। অপ্রত্যাশিত হলেও সত্য তাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বৈঠকও করেছেন। বাংলাদেশের কসাইয়ের (শেখ হাসিনা) রুচিটা কোথায়, দেখেন। শেখ হাসিনা এ টিমের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি বলেন, এই টিম কারও মেয়ের ছবির ওপরের গলাটা কেটে পর্নোগ্রাফি ছবি বানিয়ে প্রচারণা চালাচ্ছে। কি ভয়ংকর! তার রুচিটা কোথায় গেছে। আবার আমাদের রুচি দেখান অনেকেই।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
undefined/news/national/1efe2c82-8ebb-6fd0-adbd-8a18c12a0dd3
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]