ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।
সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর পাশাপাশি দিল্লিতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের কথাও জানান। এছাড়া ভারত আরও মার্কিন তেল ও গ্যাস আমদানি করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা ভারতের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি বাড়াব। আমরা শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার পথ প্রশস্ত করছি।’ কবে থেকে অস্ত্র বিক্রি বৃদ্ধি করা হবে তার কোনও সময়সীমা জানাননি ট্রাম্প। তবে বিদেশি অস্ত্র বিক্রি, বিশেষ করে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের মতো অত্যাধুনিক প্রযুক্তির জন্য সাধারণত কাজ করতে কয়েক বছর সময় লাগে।
এদিকে ওয়াশিংটন এবং নয়াদিল্লি সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি জানান, যুক্তরাষ্ট্র এবং ভারত ২০৩০ সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ সময়, মেইক ইন্ডিয়া গ্রেইট অ্যাগেইন স্লোগান দেন তিনি।
মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের মতে, ভারত সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে আগামী দশকে ২০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে বলে আশা করা হচ্ছে।
এমএন/আওয়াজবিডি
March 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]