টাঙ্গাইলে তিনটি গাড়ির সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত ভ্যান, একটি মাহিন্দ্রা গাড়ি এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত কয়েকজন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাহিন্দ্রা গাড়ির চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা শিমুল মিয়া বলেন, “অতিরিক্ত গতিতে চলা মাহিন্দ্রা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ব্যাটারিচালিত ভ্যানও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।”
মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান,“দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”
October 2025
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]