চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
অনলাইন রিপোর্ট
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহণের সঙ্গে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালযয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার টিম এখনো ঘটনাস্থলে পৌঁছেনি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহণের সঙ্গে চট্টগ্রাম অভিমুখি দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থল থেকে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে অন্তত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা সবাই হাইয়েস গাড়ির যাত্রী ছিল। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনী প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।
এমএন/আওয়াজবিডি
undefined/news/country/1f00f6ef-6b45-6d00-8d9f-7e59a823ebc9
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]