সিজদার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে: শিবির সভাপতি
অনলাইন রিপোর্ট
জাকসুর ফল ঘোষণার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুকরানা মাহফিলে বক্তব্য রাখেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাবি) নির্বাচনে শিক্ষার্থীদের জয়কে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। ঢাকার মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন।”
জাহিদুল ইসলাম আরও লিখেছেন, এমন একটি ক্যাম্পাসে, যেখানে এক সময়ে ছাত্রশিবিরের পরিচয়কে ‘হত্যাযোগ্য’ হিসেবে দেখা হতো, আজকের বিজয় মহান রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ।
তিনি জানিয়েছেন, সারাদেশে কোনো আনন্দ মিছিলের আয়োজন করা হবে না। বিজয়কে ধন্যবাদ জানানোর জন্য কেবল মহান রবের নিকট সিজদার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় সভাপতি আরও বলেছেন, শিবিরের পক্ষ থেকে কারও প্রতি কোনো অভিযোগ বা বিদ্বেষ নেই। বরং নিজেদের ও সকল সহযোগী সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হবে। তিনি বলেন, “গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, উদারতা ও বিনয় হোক আমাদের আচরণের অলংকার।”
শেষে তিনি আশা প্রকাশ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক যাত্রা ও ঐতিহ্য সমৃদ্ধ পরিবেশ সম্প্রীতির এক অনন্য প্রতীক হয়ে উঠবে এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার জন্য সমানভাবে গৌরবময় হবে।
undefined/news/campus/1f090c3d-bb5e-69c0-a412-46409acd3f55
৩৭-০৫ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক-১১৩৭২, ফোন: ৬৪৬৩০৯৬৬৬৫, সার্কুলেশন ও বিজ্ঞাপন ইমেইল: [email protected]